WWE TV WATCH ONLINE

WWE TV WATCH ONLINE
WWE TV WATCH ONLINE

মাঠে গড়াচ্ছে ০৩-০৫ ব্যাচের ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর -The third edition of 03-05 batch cricket tournament is being played on the field

মাঠে গড়াচ্ছে ০৩-০৫ ব্যাচের ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর
DURONTO DINAJPUR
DURONTO DINAJPUR 


দেশব্যাপী এসএসসি ২০০৩ ও এইচএসসি ২০০৫ ব্যাচের পরীক্ষার্থীদের সংগঠন ব্যাচমেট ০৩-০৫। যারা গতে কয়েক বছর ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। এবছরও মাঠে গড়াচ্ছে তাদের ব্যাচমেট ০৩-০৫ ক্রিকেট ব্লাস্ট-২০২১।


আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টটি হবে ০৩-০৫ ব্যাচের তৃতীয় আসর। ২০১৯ সালে ০৩-০৫ ব্যাচের বন্ধুরা মিলে প্রথম এ টুর্নামেন্টের আয়োজন করে। সেবারের টুর্নামেন্টে ১২ টি দল অংশ নেয়। দ্বিতীয় আয়োজনটি হয় ২০২০ সালে ১৬টি দলের অংশগ্রহণে।
তবে এবারের আয়োজনে সারাদেশ থেকে ২৮টি দল অংশ নিচ্ছে। যা এ যাবতকালের সবচেয়ে বড় টুর্নামেন্ট। ৩ ডিসেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্টটি। রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের ৩টি মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩, ৪, ১০ ও ১৬ ডিসেম্বর। এই রাউন্ডে মোট ৪২টি ম্যাচ মাঠে গড়াবে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে আছে এসআইএম গ্রুপ। 

প্রতিটি ইনিংস হবে ১২ ওভার দৈর্ঘ্যের। ৭টি গ্রুপের প্রতি গ্রুপে ৪টি করে দল খেলবে। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল পরের রাউন্ডে যাবে। ৭ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে। 
DURONTO DINAJPUR
DURONTO DINAJPUR 


এক নজরে দেখে নিন এবারের টুর্নামেন্টের দলগুলো কে কোন গ্রুপে খেলবে-
গ্রুপ-এ : নোয়াখালী রয়্যালস, শরীয়তপুর লিজেন্ডস, ডি ক্রেজি  নারায়ণগঞ্জ, টিম স্কর্পিয়ানস।

গ্রুপ-বি : কুমিল্লা ওয়েনিটেড ভিক্টোরিয়ান্স, টিম ইয়েলো বাল্ব, চাঁদপুর ব্লিজারস, ঢাকাইয়া কিংস।

গ্রুপ-সি : খুলনা রয়েল বেঙ্গলস, বরিশাল টাইফুন, দ্য লিজেন্ডস অফ চিটাগাং, ম্যাজেস্টিক ময়মনসিংহ।

গ্রুপ-ডি : টিম নেত্রকোণা, অদম্য সাভার, ক্যান্টনমেন্ট ঈগলস, ফরগোট্টেন ওয়ারিয়র্স।

গ্রুপ-ই: আইকনিক আইডিয়ালস, টিম স্পার্টান, পাবনা রয়েলস, টিম সুনামি।

গ্রুপ-এফ : মানিকগঞ্জ রয়েল স্ট্রাইকার্স, মিরপুর দ্য হোম অভ ক্রিকেট, তেতুলঝরা টাইগার্স, তেজগাঁও অ্যাভেঞ্জার্স।

গ্রুপ-জি : বরিশাল সেইলর্স, দুরন্ত দিনাজপুর, লইয়ার ব্লাস্টার্স, গ্লোরিয়াস গ্র্যান্ড এরিয়া।

টুর্নামেন্টে আকর্ষণ হিসেবে রয়েছে বড় অঙ্কের প্রাইজমানি। চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা। রানার্সআপ দল ৫০ হাজার। প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়দের জন্যও রাখা হয়েছে পুরস্কারের ব্যবস্থা।

গত আসরের চ্যাম্পিয়ন ছিল আইকনিক আইডিয়ালস। টুর্নামেন্টটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে।








sportshulk.com -Its Incredibly Sporting . our main focus provide more in-depth sports related information to all internet user . Primary we focus on cricket & football . in near future we will provide all sports related information

Post a Comment

0 Comments