Advertisements

পাঁচ ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে আয়ারল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। এই সফরে একগাদা তরুণমুখ। সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে নিজেদের প্রমাণের সুযোগ এই তরুণদের।

কিছুদিন ধরে আবার দারুণ ব্যস্ত সূচি। কয়েক দিন আগে বাংলাদেশ থেকে খেলে গেল শ্রীলঙ্কা ‘এ’ দল। ওই সিরিজের রেশ না কাটতেই আজ আবার পাঁচ ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে আয়ারল্যান্ড যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল।

বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে আফিফের অভিষেক হলেও নাঈম হাসান এখনো অভিষেকের অপেক্ষায়। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাক পেয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মাঝপথে ফিরে এলেও সাইডলাইনে বসেই কাটাতে হয়েছিল নাঈমকে। ওই অর্থে আসলে দুজন জাতীয় দলের হয়ে নিজেদের প্রমাণের সুযোগই পাননি। আয়ারল্যান্ডে পারফর্ম করতে পারলে সুযোগটা হয়তো আবারও কড়া নাড়বে দরজায়।

এ’ দলের আয়ারল্যান্ড সফরসূচি

১ আগস্ট১ম ওয়ানডেউইকলো
৩ আগস্ট২য় ওয়ানডেউইকলো
৫ আগস্ট৩য় ওয়ানডেউইকলো
৮ আগস্ট৪র্থ ওয়ানডেডাবলিন
১০ আগস্ট৫ম ওয়ানডেডাবলিন
১৩ আগস্ট১ম টি-টোয়েন্টিডাবলিন
১৫ আগস্ট২য় টি-টোয়েন্টিডাবলিন
১৮ আগস্ট৩য় টি-টোয়েন্টিডাবলিন

 

 

Facebook Comments